Founding Story
আমরা প্রতিদিন ই লক্ষ্য করি, বেকারত্ব বাড়ছে, মানুষের কর্মসংস্থান কমে যাচ্ছে, এই ভাবে চলতে থাকলে একদিন বেশির ভাগ মানুষ ই কর্ম হারাবে, সেই ধারণা থেকেই মূলত আমাদের ব্যবসায় আসা।
আমি আমার বাবাকে ব্যবসা করতে দেখেছি, মা কে দেখেছি আত্নকর্মসংস্থান করে কুটির শিল্পচর্চা করতে, বোনদের দেখেছি, কুটির শিল্প চর্চা করতে।
বাবা মায়ের ইচ্ছা ছিলো, লেখাপড়া করে চাকুরী করবো, কি চাকরী করবো সেটা বিষয় নয়, বড় কিছু একটা করবো, সেই চিন্তা থেকে প্রকৌশল শিক্ষায় পাঠালেন, পরিবারের ইচ্ছা স্থাপত্য বা ট্রিপলি নিয়ে পড়ি কিন্তু আমার ইচ্চা কম্পিউটার প্রকৌশল নিয়ে পড়া লেখা করার, শেষমেশ আমার ইচ্ছায় বাস্তবায়ন হলো।
চাকুরী জীবন শুরু হলো, ভালোই চলছিলো জীবন, একদিন মনে হলো, আমার আসলে উদ্যোক্তা হওয়া উচিৎ। যেই ভাবনা, সেই কাজ শুরু, মা কে জানালাম তিনি এক বাক্যে সম্মতি দিলেন, বাসার আর কেউ সম্মতি দিলেন না, চাকুরীর পাশা পাশি লুকেলুকে চলতে থাকলো আমার ব্যবসার প্লান, এক পর্যায়ে চাকুরীর পাশাপাশি প্রকাশ্যে চলে আসলো আমাদের ব্যবসার কাজ।
শহর থেকে বাড়ি ফিরি, ঘন্টার পর ঘন্টা মা ও বোনের সাথে পরিকল্পনা করি, এক দিন সত্যি সত্যি আমার ব্যবসার কার্যক্রম শুরু হলো, ওয়েব সাইট তৈরী হলো, মুনাফাও আসতে শুরু হলো। কিন্তু আমার জার্নিটা ছিলো অত্যান্ত কষ্টের, বছরের পর বছর অপেক্ষা করতে হয়েছে একটি ক্লায়েন্টের জন্য, বলতে গেলে ২০১২ সাল হতে ২০১৮ সাল প্রায় ৬ বছর আমার লস দিয়ে চালাতে হয়েছে, জমানো সব টাকা শেষ হয়েছে, মানবেতর দিন কাটাতে হয়েছে, কিন্তু আমি হাল ছাড়িনি, কারণ আামর অনুপ্রেরণা ছিলো পরিবার থেকে।
আমার পরিবার সব সময় একটি কথা বলেছে, যা করতে চাও করো, তবে সেটা যেনো সুনামের সাথে হয়, কাজ কখনোই ছোট নয়। সব কাজ ই সম্মানের, আর ব্যবসা সব চেয়ে সম্মানের।
আমরা চেষ্টা করছি, আমাদের পুজি অত্যান্ত কম কিন্তু আমরা সেটাতেই সন্তুষ্ট, আমরা মোরালুক লিমিডেট কম্পানী হিসাবে নিবন্ধন করে কাজ করে যাচ্ছি। আমাদের মালিকানায় সহযোগি প্রতিষ্ঠান গুলো হলো, সিনেম্যাকিং, বইমেলা, ঢাকা ফেস্টিভাল, ও ডব্লিউনিউজবিডিডটকম।
এই চলার পথে আমরা অসংখ্য সহযোগিতা যাদের কাছে থেকে পেয়েছি তাদের কাছে আমরা কৃতজ্ঞ।