Message of CEO
আমরা চেষ্টা করছি আমাদের সেবা/পণ্যের মাধ্যমে জনগনের পাশা থাকার। আমরা মুনাফা অর্জনের চেয়ে সেবা প্রদানের প্রতি বেশি গুরুত্ব দিয়ে থাকি। আমরা চাই একটি ইউজার ফ্রেন্ডলী ব্যবসা করতে, যেখানে একজন ভোক্তা সেবা/পণ্য গ্রহণ করবেন একজন সেবাদাতার অবস্থান থেকে অর্থ্যাৎ আমাদের প্রত্যেক সেবা/পণ্য গ্রহীতাই আমাদের ব্যবসার অংশীদার।
আমরা সেবা/পণ্য দিয়ে শুধু মুনাফা অর্জন করতে চাই না, আমরা মুনাফার পাশাপাশি ভালবাসাও পেতে চাই। তাই আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী আমাদের সেবা/পণ্য তৈরী করি, আমাদের সেবা/পণ্য আমরা কাস্টামারকে চাপিয়ে দেই না, কাস্টমার যে ধরনের সেবা/পণ্য নিতে ইচ্ছুক আমরা সেই ধরনের সেবা/পণ্য তৈরী করে থাকি।
আপনাদের যে কোন পরামর্শ আমাদের সামনে এগিয়ে যেতে সহায়তা করবে।
মনজুরুল ইসলাম মেঘ
প্রধান নির্বাহী কর্মকর্তা
মোরালুক লি.